প্রস্তুতি পরীক্ষা সমূহ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি পরীক্ষা

বাংলাদেশের চাকরি নিয়োগ এর ক্ষেত্রে অন্যতম বড় নিয়োগ পরীক্ষা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। ইতিহাস ঘেটে দেখা গেছে, গড়ে প্রতি ৪০ জনে ১ জন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। এত জনের মধ্যে আমার কি হবে চাকরি?? খূবই স্বাভাবিক এটা মনে হওয়া " এই ধারণা থেকে কিভাবে বেরিয়ে এসে আপনি শতভাগ প্রস্তুতি নিয়ে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিবেন, সেই সমাধানে আপনার পাশে আছে এক্সামলি!

যা পাচ্ছেনঃ

  • দেশের সেরা শিক্ষক ও অভিজ্ঞ ব্যক্তিবর্গের দ্বারা তৈরিকৃত প্রশ্নের মাধ্যমে মডেল টেষ্টের ব্যবস্থা।
  • বিষয় ভিত্তিক প্রাকটিস পরীক্ষা দেওয়ার ব্যবস্থা।
  • প্রতিনিয়ত সরকারি নির্দেশাবলী এবং সাম্প্রতিক সিলেবাস অনুসরণ করা।
  • প্রতিদিনই নতুন তথ্য/প্রশ্ন সংযোজন ও পুরাতন তথ্য/প্রশ্ন বিয়োজন করা হয় ।
  • প্রত্যেক শিক্ষার্থীর মডেল টেষ্ট দেওয়ার মাধ্যমে গ্রেড ও মেরিট লিস্ট সম্পর্কে অবগত হওয়া।
  • ঘরে ও বাইরে যে কোন অবস্থায় অ্যাপের মাধ্যমে অধ্যয়ন এবং অনুশীলন চলিয়ে যাওয়া।

পরীক্ষা সম্পর্কেঃ

বাংলাদেশের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। বিগত বছরগুলোর ক্ষেত্রে দেখা গেছে, গড়ে প্রতি ৪০ জনে ১ জন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। আপনার মনে হতে পারে, "এতজনের মধ্যে কি আমার চাকরিটা পাওয়া সম্ভব?" কিংবা "এতো অল্প সময়ে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি কীভাবে নিবো?

চাকরি পরিক্ষা শুনলেই আমাদের মাথায় প্রথমেই আসে `কোচিং সেন্টার` । কিন্তু কোচিং সেন্টার গুলোতে খুব বেশি যেই সমস্যা দেখা যায় সেটা হচ্ছে সঠিক গাইডলাইন এবং আরও বেশি হচ্ছে অল্প সময়ের মধ্যে সেই সঠিক মনিটরিং নিজের কাজে লাগানো। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিতে সাহায্য করার জন্য এক্সামলী আপনার জন্য নিয়ে এসেছে অভিজ্ঞ মেন্টরদের দ্বারা প্রস্তুতকৃত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সঠিক দিক নির্দেশনা আমাদের রয়েছে ১৪৩৫৫০+ প্রশ্ন ব্যাংক, ১০০০০+ পরীক্ষার সংখ্যা, ৬ টি পরীক্ষার বিষয়সমূহ, যা আপনার স্বপ্নকে বাস্তব পরিণতি দিতে আপনাকে সাহায্য করবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি!

প্রস্তুতি পরীক্ষাটি কাদের জন্য?

  • যারা প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন বলে ভাবছেন।
  • যারা নিজেদেরকে নিজেরাই যাচাই করতে চান।
  • যারা প্রতিযোগীতামূলক প্রস্তুতি নিতে চান।

প্রস্তুতি পরীক্ষাগুলির বিষয় সমূহঃ

  • ক. বাংলা ব্যাকরণ
  • ১. ভাষা, বর্ণ ও ধ্বনি
  • ২. বাংলা ভাষার শব্দাবলি
  • ৩. সন্ধি
  • ৪. লিঙ্গ ও বচন
  • ৫. পদ প্রকরণ
  • ৬. কারক ও বিভক্তি
  • ৭. সমাস
  • ৮. প্রত্যয়
  • ৯. শুদ্ধ বানান
  • ১০. সমার্থক বা প্রতিশব্দ
  • ১১. বিপরীতার্থক শব্দ
  • ১২. বাক্য প্রকরণ
  • ১৩. কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ
  • ১৪. উপসর্গ
  • ১৫. দিরুক্ত শব্দ বা শব্দ দ্বৈত
  • ১৬. যতি চিহ্ন বা বিরাম চিহ্ন
  • ১৭. এককথায় প্রকাশ
  • ১৮. বাগধারা ও প্রবাদ-প্রবচন
  • ১৯. বিবিধ
  • খ. বাংলা সাহিত্য
  • ১. প্রাচীন যুগ (৬৫০-১২০০)
  • ২. মধ্যযুগ (১২০১-১৮০০)
  • ৩. আধুনিক যুগের বিকাশ
  • ৪. সাহিত্যকর্ম ও রচয়িতা
  • ৫. সাহিত্যকর্মের শ্রেণী, উপজীব্য ও চরিত্রPage
  • ৬. পঙ্কতি ও উদ্ধৃতি
  • ৭. ছদ্মনাম, উপাধি ও প্রবর্তক
  • ৮. পত্রিকা ও সাময়িকী

  • English Grammar
  • 1. Parts of Speech
  • 2. Number
  • 3. Sentence
  • 4. Tense
  • 5. Appropriate Preposition
  • 6. Article
  • 7. Voice
  • 8. Narration
  • 9. Degree
  • 10. Fill in the Blank
  • 11. Correct Spelling
  • 12. Correction
  • 13. Synonyms & Antonyms
  • 14. Phrases & Idioms and Word Meaning
  • 15. Translation
  • 16. MISCELLANEOUS
  • 17. English Literature

  • পাটিগণিত
  • ১। সংখ্যার ধারণা
  • ২। ল. সা. গু ও গ. সা. গু
  • ৩। ভগ্নাংশ
  • ৪। সরলীকরণ
  • ৫। অনুপাত - সমানুপাত ও মিশ্রণ
  • ৬। গড়
  • ৭। ঐকিক নিয়ম
  • ৮। সময়, দুরত্ব ও গতিবেগ
  • ৯। শতকরা
  • ১০। লাভ -ক্ষতি
  • ১১। সুদকষা
  • ১২। ক্ষেত্রফল ও পরিসীমা
  • ১৩। ধারা
  • খ. বীজগণিত
  • ১। বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ
  • ২। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ
  • ৩। উৎপাদকে বিশ্লেষণ
  • ৪। সূচক ও লগারিদম
  • ৫। সরল সমীকরণ ও প্রয়োগ
  • ৬। সরল সহ-সমীকরণ ও প্রয়োগ
  • ৭। সেট
  • গ. জ্যামিতি
  • ১। ত্রিভুজ
  • ২। চতুর্ভুজ
  • ৩। বৃত্ত

  • পদার্থ বিজ্ঞান
  • * বলবিদ্যা
  • *মহাকর্ষ ও অভিকর্ষ
  • * শব্দ
  • * যন্ত্রবিদ্যা
  • * তাপ
  • * কাজ, ক্ষমতা, শক্তি
  • বিদ্যুৎ
  • আলো
  • * চুম্বক
  • * ইলেকট্রনিক্স
  • রসায়ন
  • উদ্ভিদ বিজ্ঞান
  • প্রাণী বিজ্ঞান
  • মানবদেহ
  • রোগ ও চিকিৎসা
  • খাদ্য ও পুষ্টি
  • ভূগোল
  • মহাকাশ বিজ্ঞান
  • পরিবেশ বিজ্ঞান
  • আবিষ্কার -আবিষ্কারক ও বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার
  • কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ক. কম্পিউটারের মৌলিক ধারণা
  • খ. কম্পিউটার সিস্টেম ও মেমোরি
  • গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • বিবিধ

  • ১। দেশ - মহাদেশ
  • ২। রাজধানী , মুদ্রা ও পার্লামেন্ট
  • ৩। নদী, প্রণালী, দ্বীপ ও মহাসাগর
  • ৪। বিখ্যাত ব্যক্তিত্ব

  • ১। ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি
  • ২। জনসংখ্যা ও উপজাতি
  • ৩। সাগর-নদী, দ্বীপ ও পাহাড়
  • ৪। বাংলাদেশের ইতিহাস
  • ৫। সংবিধান ও প্রশাসনিক কাঠামো
  • ৬। কৃষিজ, খনিজ ও বনোজসম্পদ
  • ৭। শিল্প - বাণিজ্য - অর্থনীতি
  • ৮। সংস্কৃতি ও ঐতিহ্য
  • ৯। সংস্থা - সংগঠন - একাডেমি
  • ১০। স্থাপত্য ও পুরাকীর্তি
  • ১১। পরিবহন ও যোগাযোগ
  • ১২। বাংলাদেশ ও বহির্বিশ্ব
  • ১৩. পুরস্কার - সম্মাননা
  • ১৪। খেলাধুলা

পেমেন্ট পদ্ধতিঃ

আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে চাহিদা অনু্যায়ী প্রস্তুতি পরীক্ষা সিলেক্ট করে ক্রয় করুন বাটনে ক্লিক করলে একটি পেমেন্ট উইন্ডো আসবে সেখানে ভেরিফায়েড পেমেন্ট গেটওয়ে সূর্যপে এর মাধ্যমে আপনি বিকাশ , নগদ , রকেটসহ আরো মোবাইল ব্যাংকিং অপশন এবং ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড যেকোনো অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

পরীক্ষাগুলির মূল্যঃ ৳ ৪৯০ ৳ ১৯৯
১৪৩৫৫০+

প্রশ্ন ব্যাংক

১০০০০+

পরীক্ষার সংখ্যা

৫০০০+

পরীক্ষার্থীর সংখ্যা

পরীক্ষার বিষয়সমূহ

সম্পর্কিত অন্যান্য পরীক্ষা সমূহঃ

বিসিএস
স্কুল পর্যায় শিক্ষক নিবন্ধন
বেসরকারি প্রভাষক নিবন্ধন